আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রিটেনে জমে উঠেছে ঈদ বাজার, স্বজনদের নিয়ে নানান রকমের সামগ্রী কেনার জন্য আসছেন প্রবাসী বাংলাদেশিরা। ইস্টার হলিডের কারণে স্কুল ছুটি থাকায় ভিড় বেড়েছে মার্কেটগুলোতে।
লন্ডনের গ্রীন স্ট্রিটকে কেন্দ্র করে গড়ে উঠেছে মূল ঈদ বাজার। যেখানে বাংলাদেশি ঐতিহ্যের বিভিন্ন পণ্যের পাশাপাশি এশীয় বিভিন্ন দেশের পণ্যও কিনতে পাওয়া যায়। গ্রিন স্ট্রিট ছাড়াও হোয়াইট চ্যাপেল, ইলফোর্ড, রমফোর্ড এলাকাগুলোতে জমে উঠেছে আলাদা আলাদা ঈদ বাজার। বিক্রেতারা বলছেন বাংলাদেশি ক্রেতাদের কথা মাথায় রেখে দেশীয় ঐতিহ্যবাহী ঈদের পোশাক বেশি নজর থাকে তাদের।
একজন বিক্রেতা বলেন, 'আমাদের এখানে বিক্রি অনেক ভালো। কারণ আমাদের এখানে দেশি ঐতিহ্যের কাপড় আছে।'
ব্রিটেনের নানা প্রান্তে থাকা প্রবাসীরাও আসেন লন্ডনের ঈদ বাজারে। দেশীয় সব পণ্য ক্রয় করতে পেরে বেশ আনন্দিত প্রবাসী বাংলাদেশি ক্রেতারা।
একচন ক্রেতা বলেন, 'পুরো ইংল্যান্ডের মধ্যে এই গ্রীন স্ট্রিটেই বাঙালি ফির পাওয়া যায়। কারণ এখানে বাঙালি খাবার থেকে শুরু করে আমাদের ঐতিহ্যবাহী জামা কাপড় পাওয়া যায়।'
বিদেশে দেশীয় ঈদ পোশাকসহ সবকিছু মিললেও বাংলাদেশে কাটানো ঈদের স্মৃতি তাড়া করে প্রবাসীদের। এটুকু ঘাটতি বাদে ঈদ উদযাপনে কোনো কমতি থাকে না।