ঈদ যতই কাছে আসছে, রোমে শপিংমলগুলোতে বাড়ছে পোশাকের বেচাকেনা। ফ্যাশন হাউজে ভিড় বাড়ায় বেশ ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা।
কয়েক বছরের তুলনায় এবার ব্যবসা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা।
লায়লা ফ্যাশনের স্বত্বাধিকারী লায়লা শাহ বলেন, 'আমরা কমমূল্যে ক্রেতাদের ভালো কিছু দেয়ার চেষ্টা করেছি। এবার বিক্রি অনেক বেশি হয়েছে। ব্যবসায়ীরা অনেক খুশি'।'
ফ্যাশন হাউজগুলোতে মিলছে দেশিয় শাড়ি, সালোয়ার কামিজসহ প্রয়োজনীয় সব পণ্য। পছন্দের পোশাক পেয়ে খুশি প্রবাসীরা।
এক ক্রেতা বলেন, পরিবারের সবার জন্য কেনাকাটা করলাম। পাঞ্জাবী, শাড়ি, বাচ্চাদের পোশাক কিনছি এবং আরও কিছু কেনাকাটা করবো।
ঈদ ঘিরে টুপি ও পাঞ্জাবীর চাহিদা বেড়েছে। বেশ জমজমাট সুগন্ধীর বাজার।
নাদিম স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ নাদিম বলেন, 'ঈদ উপলক্ষে আমাদের পাঞ্জাবী, টুপি, শেরওয়ানি, আতর খুব ভালো বিক্রি হচ্ছে।'
শেষ সময়ে ঈদ বাজারে বিক্রি আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের।