প্রবাস
0

সৌদি আরবে দেশিয় ঐতিহ্য উৎসবে বাংলাদেশিরা

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সৌদি আরবে ৬ দিনব্যাপী দেশীয় ঐতিহ্য উৎসব চলছে। যেখানে তুলে ধরা হচ্ছে নিজ নিজ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। উৎসবে অংশ নিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরাও।

সৌদি আরবের আল কাসিম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে চলছে দেশীয় ঐতিহ্য উৎসব। বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি আয়োজনে অংশ নিয়েছেন বিশ্বের প্রায় ৯০টি দেশের শিক্ষার্থীরা।

পুরান ঢাকার আহসান মঞ্জিলের ফটকের আদলে নিজেদের স্টল তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। তুলে ধরা হয়েছে দেশিয় নানা খাবার, কারুশিল্প ও গ্রামীণ ঐতিহ্য। যার প্রশংসা করছেন উৎসবে আসা সবাই।

এ প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সবার সামনে তুলে ধরা যাবে বলে জানালেন আয়োজকরা।

বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি নিজ নিজ দেশের ঐতিহ্য, পোশাক ও খাবার স্থান পেয়েছে বিদেশি শিক্ষার্থীদের স্টলেও। ২০১৯ সালে এই উৎসবে দ্বিতীয় স্থান অর্জন করেছিল বাংলাদেশ।

বুধবার (১৪ই ফেব্রুয়ারি) এই অনুষ্ঠানের পর্দা নামবে।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর