বাংলার ঐতিহ্য ইতালির আগামী প্রজন্মসহ ইতালীয়দের কাছে পৌঁছে দিতে রোমে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য এই পিঠা মেলা। মেলায় আসা দর্শনার্থীরা বলেন, 'অনেক পিঠার নাম জানতে পেরেছি এবং পিঠাগুলো খেয়ে সুস্বাদু লেগেছে।' আরেক দর্শনার্থী বলেন, 'মেলায় এসে ভালো লাগছে আর এই ধরণের অন্য কোনো প্রোগ্রাম হলে আমরা বাংলাদেশের কালচার সম্পর্কে জানতে পারবো।'
নবগঠিত বৃহত্তর 'ঢাকা সমিতি ইতালি' আয়োজিত পিঠা মেলা রূপ নেয় প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। সেখানকার রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি নতুন প্রজন্ম এবং ইতালিয়ানরাও অংশ নেন এই আয়োজনে।
পিঠা উৎসবের আয়োজনের শেষ পর্বে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন সবাই।