সার্জনদের দক্ষতা বাড়াতে ইস্পাহানিতে অরবিসের ভিআর সিমুলেটর স্থাপন

অরবিসের ভিআর সিমুলেটর সিস্টেম উদ্বোধন
অরবিসের ভিআর সিমুলেটর সিস্টেম উদ্বোধন | ছবি: এখন টিভি
1

ছানি অপারেশনের ক্ষেত্রে চক্ষু সার্জনদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দিতে ঢাকার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে এক ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশন সিস্টেম স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই সিমুলেশন সিস্টেমটি স্থাপন করা হয়।

আজ (বুধবার, ১২ নভেম্বর) হাসপাতালের উপদেষ্টা জাহিদা ইস্পাহানি, প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আখতারুজ্জামান এবং অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ ওই হাসপাতালে এক অনুষ্ঠানে সিস্টেমটি উদ্বোধন করেন।

জাহিদা ইস্পাহানি তার বক্তব্যে বলেন, ‘বহু-কাঙ্ক্ষিত সিমুলেটরটি স্থাপন করতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ খুবই আনন্দিত।’ তিনি বলেন, ‘এটি প্রশিক্ষণ প্রক্রিয়ায় পরিপূর্ণতা আনবে এবং দেশের ভবিষ্যৎ চক্ষু সার্জনদের জন্য ব্যাপকভাবে সহায়ক হবে।’

এ কে এম আখতারুজ্জামান বলেন, ‘ভিআর সিমুলেশন সিস্টেমের মাধ্যমে দেয়া প্রশিক্ষণ বাংলাদেশে ছানি অপারেশন প্রশিক্ষণ- খাতের উন্নয়নে বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে।’

আরও পড়ুন:

ডা. মুনির আহমেদ বলেন, ‘ভিআর সিমুলেশন সিস্টেমের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণকারী চক্ষু সার্জনদের আত্মবিশ্বাস এবং দক্ষতা বৃদ্ধি পাবে এবং তাদের অস্ত্রোপচারের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।’

ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালে স্থাপিত ভিআর সিমুলেশন সিস্টেমটি বাংলাদেশে স্থাপিত এ ধরনের তৃতীয় মেশিন। এর আগে চট্টগ্রাম আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্সে (সিইআইটিসি) প্রথম এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) দ্বিতীয় মেশিনটি স্থাপন করা হয়। তিনটি ইউনিটই দিয়েছে অরবিস ইন্টারন্যাশনাল।

ইএ