বাংলাদেশ থেকেও অংশ নিচ্ছেন তিন শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক।
কংগ্রেসের প্রথম দিন যক্ষা, অ্যাজমা, সিওপিডিসহ পাঁচটি প্রধান ফুসফুসের রোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সেশনটির বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব ডা. আসিফ মুজতবা মাহমুদ।
আরও পড়ুন:
ফুসফুসের রোগ প্রতিরোধ ও প্রতিকারে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদার করাই এবারের কংগ্রেসের মূল লক্ষ্য। এ কর্মশালায় দেশ থেকে যাওয়া বক্ষব্যাধি, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞরা এশিয়া প্যাসিফিক অঞ্চলের গবেষকদের সঙ্গে নতুন গবেষণার তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন, যা ভবিষ্যতে দেশের কোটি রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





