চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

করোনা ভাইরাসের প্রতীকী ছবি
করোনা ভাইরাসের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ (শনিবার, ২১ জুন) সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।

নিহত বৃদ্ধার নাম ফজিলাতুন্নেছা (৭১)। চিকিৎসকরা জানান, তিনি আগে থেকেই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে ৩ দিন আগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন।

এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ছয় জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নগরীতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে।

এসএইচ