আজ (শনিবার, ১৪ জুন) মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।
জানান, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সম্মুখ যোদ্ধা হিসেবে কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্পের অধীনে কর্মরত এক হাজার চারজন জনবল বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছে।
২০২০ সাল থেকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ইআরপিপি প্রকল্পের অধীনে ডাক্তার থেকে শুরু করে ল্যাব কনসালট্যান্ট, নার্স, টেকনোলজিস্ট, কম্পিউটার অপারেটর, ল্যাব এটেনডেন্ড, ওয়ার্ডবয়, আয়া এবং পরিচ্ছন্ন কর্মী দেশজুড়ে জীবনভয় তুচ্ছ করে অত্যন্ত নিষ্ঠর সাথে কাজ করে করোনা ভাইরাস মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।
অথচ দেশে আবারও করোনা পরিস্থিতি বাড়ছে, এমতাবস্থায় নতুন করে জনবল নিয়োগে কাজ করছে সরকার। যা কোভিড যোদ্ধাদের সঙ্গে অন্যায় বলে দাবি করেন তারা।





