দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

শীতের সকাল
শীতের সকাল | ছবি: সংগৃহীত
0

টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) জেলায় তাপমাত্রা নেমেছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। যা এ বছরের দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকালও (শুক্রবার, ২৬ ডিসেম্বর) যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। টানা দুদিন সর্বনিম্ন তাপমাত্রা ও উত্তরের হিমেল হাওয়ায় হাড়-কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

আরও পড়ুন:

এদিকে দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

অন্যদিকে রাজধানীতে আরও তীব্র হচ্ছে শীত। তীব্র শীতে বিপর্যস্ত ঢাকার ছিন্নমূল মানুষরা।

এফএস