সারাদেশে অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাতের প্রবণতা

হালকা বৃষ্টি
হালকা বৃষ্টি | ছবি: সংগৃহীত
0

সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (রোববার, ৫ অক্টোবর) এক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তরটি।

তবে এর মধ্যে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টির মাত্রা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:

এছাড়াও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, এ তিন বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

ইএ