বাড়ছে তাপমাত্রা, আগামী দু’দিনেও নেই বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর ভবন
আবহাওয়া অধিদপ্তর ভবন | ছবি: সংগৃহীত
0

চলতি মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা সহনীয় ছিল। কিন্তু গত বৃহস্পতিবার (৮ মে) থেকে বাড়তে শুরু করেছে ঢাকাসহ অন্যান্য জেলার তাপমাত্রা। শুক্রবার (৯ মে) তা অসহনীয় পর্যায়ে চলে যায়। আবহাওয়া অফিস বলছে, এমন তাপমাত্রা থাকতে পারে রোববার (১১ মে) থেকে সোমবার (১২ মে) পর্যন্ত। তবে ১২ তারিখের পর কোন কোন জেলায় বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

এদিন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ‘সিলেট জেলা ছাড়া ৬৩ জেলার ওপর দিয়ে একযোগে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। নানা জেলায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।’

আর সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানান এই আবহাওয়াবিদ।

আরো পড়ুন:

সবশেষে জানান, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল ২৪ ঘন্টায় ঢাকায় ৩৯ দশমিক ৯ ডিগ্রি, রাজশাহীতে ৪০ ডিগ্রি, খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এসএইচ