বিদেশে এখন , এশিয়া
পরিবেশ ও জলবায়ু
0

বন্যার কারণে পশ্চিমবঙ্গের তিস্তায় রেড এলার্ট জারি

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পশ্চিমবঙ্গের তিস্তায় জারি করা হয়েছে রেড এলার্ট। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও সিকিম থেকে আসা বৃষ্টির পানিতে বাড়ছে তিস্তার পানি। সেই সঙ্গে গজলডোবা ব্যারেজ থেকেও ছাড়া হয়েছে দুই হাজার ৬৯৮ কিউসেক পানি। এতে চরম ভোগান্তিতে তিস্তাপাড়ের মানুষ।

ফুঁসে উঠছে তিস্তার ভয়ঙ্কর রূপ। ভারতের পশ্চিমবঙ্গে গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে অবনতি হয়েছে তিস্তার বন্যা পরিস্থিতি। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও সিকিমসহ উত্তরের জেলাগুলো থেকে আসা পানিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর স্তর। সেই সঙ্গে যোগ হচ্ছে পাহাড়ি ঢল।

প্রবল বৃষ্টিতে পানির স্তর বৃদ্ধি পাচ্ছে গজলডোবা তিস্তা ব্যারেজে। রোববার (৩০ জুন) সকালে ২ হাজার ৬৯৮ কিউসেক পানি ছাড়া হয়েছে বলে জানায় সেচ দপ্তর।

তিস্তার পানি বাড়ায় সংলগ্ন লালটং বস্তি, চাপাভাঙ্গা ও পদমতির নিচু এলাকায় তলিয়ে যেতে শুরু করেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে তিস্তার আশপাশের মানুষ।

তিস্তা নদীর পাড়ে অবস্থিত মেখলীগঞ্জ শহর থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদীর দু'পাশে জারি রয়েছে সর্বোচ্চ সর্তকর্তা-রেড এলার্ট। অন্যান্য নদীগুলোতে দেখানো হয়েছে হলুদ সংকেত। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৫ দিন গোটা উত্তর পূর্ব ভারতজুড়ে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এদিকে ভারতের দিল্লিতে রেকর্ড বৃষ্টিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১ জন। শহরের নিচু এলাকাগুলোতে এখনও পানি জমে আছে। এ পরিস্থিতিতে রাজধানীজুড়ে জারি রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অরেঞ্জ এলার্ট।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর