দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও মেহেরপুরে

কুয়াশাচ্ছন্ন শীতের সকাল
কুয়াশাচ্ছন্ন শীতের সকাল | ছবি: সংগৃহীত
0

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। রাতভর বৃষ্টির মত ঝরছে কুয়াশা। এতে প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। হাড়কাঁপানো শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। মেহেরপুরেও বেড়েছে শীতের তীব্রতা। সকাল থেকে দেখা মিলছে না সূর্যের। সেই সঙ্গে বাতাসের তীব্রতা বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ।

আরও পড়ুন:

হিমালয় কন্যা পঞ্চগড়ে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়লেও ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। একইসঙ্গে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ।

এদিকে, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ থাকে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল। এতে মাঝ নদীতে আটকে পরে ৩টি ফেরি।

ইএ