আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) ঢাকায় বায়ুর মান অত্যন্ত অস্বাস্থ্যকর। আজ সকালে ঢাকার বায়ুর মান ছিল ২৩১। তবে দুপুর নাগাদ কিছুটা উন্নতি হয়ে মান দাঁড়ায় ১৮৩। গতকাল বৃহস্পতিবার ঢাকার বায়ুর মান ছিল ২৫৫।
আরও পড়ুন:
এদিকে, বিশ্বে বায়ুদূষণে ৩৯৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লি ও কুয়েতের কুয়েত সিটি। দুই নগরীর স্কোর যথাক্রমে ৩৪২ ও ২৪২।
শীত মৌসুমের আগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। রাজধানীর সঙ্গে পাল্লা দিয়ে দেশের অন্যান্য নগরীতেও বাড়ছে দূষণ। ঢাকার পরেই দূষণের শীর্ষে আছে সাভার ও গাজীপুর। বায়ুর মান যেখানে যথাক্রমে ১৬৩ ও ১৬১।
এদিকে, রাজধানীর বেশ কয়েকটি এলাকায় শুক্রবার বায়ুর মান স্বাভাবিকের চেয়ে অনেক নিম্নমানে অবস্থান করছে। মহাখালী, মিরপুরের ইস্টার্ন হাউজিং, গোড়ান, কল্যাণপুরসহ বেশকিছু এলাকা বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে।





