বায়ুদূষণে বিশ্বে চতুর্থ অবস্থানে ঢাকা

আইকিউএয়ারের প্রতিবেদন
আইকিউএয়ারের প্রতিবেদন | ছবি: সংগৃহীত
0

বিশ্বে বায়ুদূষণে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লি ও কুয়েতের কুয়েত সিটি।

আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) ঢাকায় বায়ুর মান অত্যন্ত অস্বাস্থ্যকর। আজ সকালে ঢাকার বায়ুর মান ছিল ২৩১। তবে দুপুর নাগাদ কিছুটা উন্নতি হয়ে মান দাঁড়ায় ১৮৩। গতকাল বৃহস্পতিবার ঢাকার বায়ুর মান ছিল ২৫৫।

আরও পড়ুন:

এদিকে, বিশ্বে বায়ুদূষণে ৩৯৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লি ও কুয়েতের কুয়েত সিটি। দুই নগরীর স্কোর যথাক্রমে ৩৪২ ও ২৪২।

শীত মৌসুমের আগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। রাজধানীর সঙ্গে পাল্লা দিয়ে দেশের অন্যান্য নগরীতেও বাড়ছে দূষণ। ঢাকার পরেই দূষণের শীর্ষে আছে সাভার ও গাজীপুর। বায়ুর মান যেখানে যথাক্রমে ১৬৩ ও ১৬১।

এদিকে, রাজধানীর বেশ কয়েকটি এলাকায় শুক্রবার বায়ুর মান স্বাভাবিকের চেয়ে অনেক নিম্নমানে অবস্থান করছে। মহাখালী, মিরপুরের ইস্টার্ন হাউজিং, গোড়ান, কল্যাণপুরসহ বেশকিছু এলাকা বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে।

ইএ