দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ৯.৮ ডিগ্রি সেলসিয়াস

পরিবেশ ও জলবায়ু
0

পৌষের মাঝামাঝি সময়ে জেঁকে বসেছে শীত। আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গেল সপ্তাহের তুলনায় বর্তমানে শীতের তীব্রতা বেড়েছে বেশ। পৌষের শীতের দাপটে পঞ্চগড়ে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার গতিতে ঠান্ডা বাতাস বইছে। উত্তরে এই বাতাসেই বেশি অনুভূত হচ্ছে শীত।

কুয়াশার পরিমাণ কখনও বাড়ছে তো কখনও কমছে। তাপমাত্রা ওঠানামা করছে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগ পড়েছেন নিম্ন আয়ের মানুষের। খড়কুটো জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টা করছেন।

জেলার এক লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হলেও মিলেছে মাত্র ১২ হাজার কম্বল আর ৩৩ লাখ টাকা।

এসএস