পরিবেশ ও জলবায়ু
0

আরো তিনদিন অব্যাহত থাকবে বৃষ্টিপাত: আবহাওয়া অধিদপ্তর

দেশজুড়ে চলমান বৃষ্টিপাত আরো তিনদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ২৬ আগস্ট থেকে বৃষ্টিপাত কমতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়া বন্যা কবলিত এলাকাসহ দেশের উত্তরবঙ্গ এবং ঢাকাতে বৃষ্টি অব্যাহত থাকবে।

আজ (শুক্রবার) রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর