তীব্র তাপপ্রবাহ ছিল না, তবে কিছুক্ষণ পরপর আকাশ মেঘলা হওয়ায় মনের কোণে সুপ্ত বাসনা ছিল বৃষ্টির দেখা হয়তো পাওয়া যাবে আজ। তবে সকাল, দুপুর গড়িয়ে বিকেলেও যেন কাঙ্খিত বৃষ্টির দেখা নেই। এদিকে প্রতিদিনের মতোই গরমে নাভিশ্বাস উঠেছে পথচারী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষদের। বৃষ্টিবিহীন বৈশাখের দিনগুলো যেনো পার হচ্ছে না কিছুতেই। মুক্তি মিলছে না গ্রীষ্মের এই দাবদাহ থেকে।
একজন পথচারী বলেন, 'আবহাওয়ার কোনো পরিবর্তন দেখছি না। আবার আবহাওয়া অধিদপ্তর না কি বলছে কালকে তাপমাত্রা আরও বাড়তে পারে। স্বস্তি তো পাচ্ছি না কোনোভাবেই। খুব কষ্টের ভেতরে আছি।'
রোদ থেকে পালিয়ে ছায়া খুঁজতে কেউ আশ্রয় নিয়েছে গাছের নিচে। কেউ কেউ আবার তৃষ্ণার্ত পথিকের তৃষ্ণা মেটাতে নিজ উদ্যোগে পথে নেমে পান করিয়েছেন শরবত।
ঢাকার বাইরে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হওয়ায় অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার রাজধানীতে তাপমাত্রা ছিল কিছুটা নিম্নমুখী। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বৃষ্টির দেখা পাবে নগরবাসী।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, 'আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা বা কিছুটা দমকা হাওয়া বৃষ্টি হতে পারে।'
আবহাওয়া অফিসের সূত্র বলছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই সারাদেশজুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং তাপমাত্রাও থাকবে সহনীয় পর্যায়ে।