পরিবেশ ও জলবায়ু
0

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি রেকর্ড

আজ সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যেখানে গতকালও এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (১৭ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেয়া হয়।। এদিন দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কুষ্টিয়ার কুমারখালীতে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপরেই যশোরে ৪০ দশমিক ২ ডিগ্রি ও মংলায় তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রিতে।

আজ রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ দশমিক ৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৮৭ শতাংশ।

এদিকে সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আগামী দুইদিন দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামীকাল চট্টগ্রাম ও সিলেটের দুই-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে।