পারদের ঊর্ধ্বরেখা জানান দিচ্ছে, বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে স্বচ্ছ আকাশ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, শহুরে যান আর যন্ত্রের তৎপরতায় অনুভূত তাপমাত্রা আরও বেশি। এতে ঘাম ও উত্তাপে চরম অস্বস্তিতে আছে নগরবাসী। সবচেয়ে বিপত্তিতে নিম্ন আয়ের জনজীবন। অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে বিশ্রামে যেতে হচ্ছে তাদের।
দু'দিন ধরে মৃদু ও মাঝারি তাপপ্রবাহে পুড়ছে ঢাকাসহ দেশের চারটি বিভাগ। বৈরি আবহাওয়ায় অতিষ্ঠ হয়ে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন কেউ। সড়কে চলাচলে ছাতা ব্যবহার করছেন নগরবাসী।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বিগত ৩০ বছরের এপ্রিলে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে পারদের উচ্চতা এবার বেড়েছে অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস। যা থাকতে পারে সারা মাস জুড়েই। এরমধ্যে ২ থেকে ৩ দিন তাপমাত্রা সামান্য কমলেও কয়েকটি তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।
এবার বসন্তেই কালবৈশাখী হানা দিয়েছে দেশে। স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হয়েছে দেশের কয়েকটি জেলায়। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে বাংলাদেশের আবহাওয়ার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে মনে করেন আবহাওয়াবিদরা।