মাঘের আগমনী রাজধানীবাসিকে বেশ আয়োজন করেই জানান দিচ্ছে। কনকনে হিম শীতল বাতাসের সাথে দিনব্যাপী কুয়াশার ছটা সবমিলিয়ে জনজীবনের গতিতে পড়েছে ভাটা।
এরই মধ্যে নগরে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও চাকুরীজীবিরা বের হয়েছেন নিয়মের হিসেব কষে।
গত কয়েকদিনের ঠান্ডায় পথে মানুষের চাপ কম থাকলেও বেড়েছে হাসপাতালে শিশুদের আনাগোনা। প্রতিদিন গড়ে ৮০ জন শিশু ঠান্ডাজনিত নানা সমস্যা নিয়ে ভিড়ছেন চিকিৎসকের কাছে।
এদিকে আবহাওয়াবিদ আবদুর রহমান খান জানিয়েছেন, চলমান আবহাওয়া আগামী আরও দুইদিন অপরিবর্তিত থাকবে। মাসজুড়েই তাপমাত্রা এমন ওঠানামা করার সম্ভাবনা রয়েছে।
জানুয়ারি জুড়েই শীতের পরশ থাকবে প্রকৃতিতে। আর বৃষ্টির আভাস রয়েছে সপ্তাহের শেষভাগে।