আজ (মঙ্গলবার, ৭ মে) সকাল থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্ব বুঝে নিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে দূরত্ব আর দুর্গমতা বিবেচনায় জুরাছড়ির ৭টি ও বরকলের ২টি সহ মোট ৯টি হেলিসর্টি কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে গত ৬ মে ও আজ নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে। এছাড়া মোট ৫১টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং ৪১টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চার উপজেলায় মোট ভোটার ২ লাখ ১১ হাজার ২২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৭৭২ ও মহিলা ভোটার ১ লাখ ৪৫২ জন। চার উপজেলায় এবার চেয়ারম্যান পদে ১২, ভাইস চেয়ারম্যান ১০ মহিলা ভাইস চেয়ারম্যান ৯ জন প্রতিদ্বন্ধিতা করছেন।
মোবাইল কোর্ট পরিচালনার জন্য ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ১ হাজার ৪৩২ জন আনসার ভিডিপি, ৪০ জন ব্যাটালিয়ন আনসার এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে।
রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন বলেন, 'পার্বত্য এলাকার স্থানীয় বাস্তবতা বিবেচনায় নির্বাচন কমিশন নির্বাচনের দু'দিন আগ থেকেই কেন্দ্রে সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানোর নির্দেশ দিয়েছেন। ৯২টি কেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রে একদিন আগেই আজকে সরঞ্জাম পৌঁছানো হয়েছে। বাকি ৩৬টি কেন্দ্রে নির্বাচনের দিন সকালে সরঞ্জাম যাবে। এছাড়া দূরত্ব আর দুর্গমতার কারণে জুরাছড়ির ৭টি ও বরকলের ২টি সহ মোট ৯টি হেলিসর্টি কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে গত ৬ মে ও আজকে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে।'