দেশে এখন
এখন ভোট

ভোট দিয়ে যা বললেন মাশরাফী

নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন।

আজ রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টায় নড়াইল শহরের আলাদাৎপুর এলাকায় ছোট ভাইকে সাথে নিয়ে ভোট দিতে আসেন তিনি। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নৌকার সংসদ সদস্য প্রার্থী মাশরাফী। বলেন, 'সবাই স্বত:স্ফূর্তভাবে ভোট দিতে আসছে এটা দেখে খুব ভালো লাগছে।'

মাশরাফী আরও বলেন, 'সবচেয়ে বেশি ভালো লাগছে নারীরা আসছেন, পুরুষরাও আসছেন আর মুরুব্বিরাও আসছেন। ঠান্ডার সময় যাদের একটু শরীর খারাপ তারা নাও আসতে পারতো।'

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে মনে করেন মাশরাফী।

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৭৩৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন। এই আসনের ভোটকেন্দ্র ১৪৭।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর