এখন ভোট
0

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মানতে হবে যেসব নির্দেশনা

দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর কয়েক ঘণ্টা বাকি। ভোটগ্রহণ থেকে ভোটগণনা, সবশেষ ফলাফল জানা পর্যন্ত গণমাধ্যমে চোখ রাখবে সারাদেশের মানুষ। আর নির্বাচনের তথ্য সংগ্রহের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন সাংবাদিকরা।

তবে নির্বাচনে দায়িত্ব পালনের সময় গণমাধ্যমকর্মীদের বেশকিছু নিয়ম মেনে চলতে হবে। নির্বাচন কমিশন কর্তৃক বেশকিছু নির্দেশনাও দেয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো-

১. নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোটকেন্দ্রে প্রবেশের প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন, তবে কোনক্রমেই গোপন কক্ষের ভিতরের ছবি ধারণ করতে পারবেন না।

২. একই সাথে দুইয়ের অধিক মিডিয়ার সাংবাদিক একই ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না এবং ১০ মিনিটের বেশি ভোট কক্ষে অবস্থান করতে পারবেন না।

৩. ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনী এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার গ্রহণ করতে পারবেন না।

৪. ভোটকক্ষের ভেতর হতে কোনভাবেই সরাসরি সরাসরি সম্প্রচার করা যাবে না।

৫. ভোটকেন্দ্রের ভেতর হতে সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ হতে নিরাপদ দূরত্বে গিয়ে তা করতে হবে, কোনক্রমেই ভোটগ্রহণ কার্য়ক্রমে বাধা সৃষ্টি করা যাবে না।

৬. সাংবাদিকগণ ভোটগণনা কক্ষে ভোটগণনা দেখতে পারবেন, ছবি নিতে পারবেন তবে সরাসরি সম্প্রচার করতে পারবেন না।

৭. ভোটকক্ষ হতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা যাবে না।

৮. কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত হয় এমন সকল কাজ থেকে বিরত থাকতে হবে।

৯. ভোটকেন্দ্রে সাংবাদিকগণ প্রিজাইডিং অফিসারের আইনানুগ নির্দেশনা মেনে চলবেন।

১০. নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে কোনরূপ হস্তক্ষেপ করত পারবেন না।

১১. কোন প্রকার নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করতে পারবেন না।

১২. নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় প্রার্থী বা কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যেকোন ধরনের প্রচারণা বা বিদ্বেষমূলক প্রচারণা হতে বিরত থাকবেন।

১৩. নির্বাচন অনুষ্ঠান সহায়তার জন্য নির্বাচনী আইন ও বিধিবিধান মেনে চলতে হবে।