সকালে জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংস্কৃতি গড়ে তুলতে না পারলে সহিংসতা থেকেই যাবে। ভোটকেন্দ্রে যাতে কোন বাইরের লোক প্রবেশ করতে না পারে সেজন্য গণমাধ্যমসহ সবাইকে দায়িত্ব নেয়ার তাগিদ দেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, 'নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হতে হবে। নয়তো ভোটাধিকার প্রয়োগ হবে না। ভোটাধিকার একটা মৌলিক মানবাধিকার। এতে যদি প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয় তাহলে অবশ্যই মৌলিক মানবাধিকার বিঘ্নিত হবে।'
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, 'ভোট যদি কেউ না দিতে চায় তাহলে সেটা ইচ্ছে। কিন্তু কেউ দিতে চাইলে তাকে বাধা প্রদান করা অনুচিত এবং মানবাধিকার লঙ্ঘন।'