এখন ভোট

সশরীরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন মাশরাফী

নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন।

রোববার (২৪ডিসেম্বর) বিকালে নিজ নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন সাবেক এই ক্রিকেট তারকা। 

রোববার নড়াইল কালনা ঘাটে প্রথম পথসভায় বক্তব্য রাখেন তিনি। পরে নড়াইল-যশোর মহাসড়কের কয়েকটি স্থানে নৌকা সমার্থকদের সাথে কুশল বিনিময় করেন মাশরাফি। এ সময় নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। জানুয়ারির ৭ তারিখ কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বন জানান মাশরাফি।

নড়াইলের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন তার সঙ্গে।

নড়াইল-২ আসনে মাশরাফির প্রতিদ্বন্দী রয়েছেন পাঁচ জন। তারা হলেন ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রন্টের মোঃ লতিফুর রহমান ও ইসলামি ঐক্যজোটের মোঃ মাহবুবুর রহমান।

এর আগে ঢাকা থেকে ফেরার পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মাশরাফি।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর