এসময় শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান, নানা ফি’র অস্বাভাবিক ও অযৌক্তিক বৃদ্ধির প্রতিবাদ এবং প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন।
এরপর রাজশাহী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের প্রশাসন বরাবর স্মারকলিপি দেন তারা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো— অনার্স তৃতীয় বর্ষসহ সব বর্ষের বর্ধিত ফরম পূরণ ফি প্রত্যাহার, অনলাইন সার্ভিস ও কলেজের ফি হ্রাস করা, পুনর্মূল্যায়ন ফি ও কলেজের ফি হ্রাস করা, একাডেমিক ক্যালেন্ডারে সেশনজট নিরসন, উপস্থিতির শর্ত শিথিল করা এবং মানোন্নয়ন ফি কম করা।
আরও পড়ুন:
শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় বৈষম্যের শিকার হয়। ফরম পূরণের সময় বাড়তি ফি, খাতা পুনর্মূল্যায়ন ও মানোন্নয়ন ফি অস্বাভাবিকভাবে চাপিয়ে দেয়া হয়। সামর্থ্য থাকলে তো শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তো।
তাই জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নিবে বলে প্রত্যাশার কথা জানান তারা।
