প্রায় অর্ধেক অনুত্তীর্ণ কাঙ্ক্ষিত নয়, আগের ব্যবস্থার গলদে এমন ফল: ঢাকা বোর্ড চেয়ারম্যান

প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির
প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির | ছবি: এখন টিভি
0

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অনুত্তীর্ণের হার প্রায় অর্ধেক—এমন ফলাফলকে ‘কাঙ্ক্ষিত নয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। তিনি বলেন, ‘আগের ব্যবস্থায় গলদ থাকায় এমন ফল এসেছে।’

আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আগে কোনোভাবে ‘মেকানিজম করে’ ফল বাড়ানো হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ রকম কোনো তথ্য আমাদের কাছে নেই। সাংবাদিকরাই এ বিষয়ে ভালো জানবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা যা পেয়েছি, সে চিত্রটাই এই ফলাফলে ফুটে উঠেছে। প্রশ্ন কঠিন করার কোনো নির্দেশনা দেয়া হয়নি। প্রতিটি শিক্ষা বোর্ড নিজ নিজভাবে প্রশ্ন প্রস্তুত করেছে।’

ইএ