ডাকসুর ভোট গণনায় কোনো কারচুপি হয়নি: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান | ছবি: সংগৃহীত
0

ভোট গণনায় কোনো কারচুপি হয়নি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচন পরবর্তী বিভিন্ন ইস্যু নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

তবে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানোর বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানত না বলেও উল্লেখ করেন তিনি।

উপাচার্য বলেন, ‘কাস্ট ভোট এবং স্বাক্ষরকৃত ভোটের সংখ্যায় কোনো হেরফের হয়নি। ভোট কাস্ট হয়েছে ২৯ হাজার ৮২১টি।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘পাঁচ ধাপের সুরক্ষা স্তর পেরিয়ে প্রস্তুত করা হয়েছে ব্যালট পেপার। তাই যেখানেই ছাপানো হোক না কেন, ব্যালট পেপার বেহাত হওয়ার সুযোগ নেই।’ এ সময় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটা গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে বলেও উপাচার্য অভিযোগ করেন।

তবে, ওএমআর মেশিনে স্ক্যানিং ছাড়া নীলক্ষেতের কোনো প্রেসে ব্যালট পেপার চূড়ান্তভাবে প্রস্তুত করা সম্ভব নয় বলেও জানান তিনি।

ইএ