ডাকসু নিয়ে যুদ্ধ-যন্ত্রণা শুধু শিক্ষার্থীদের জন্যই পোহাতে হয়েছে: ভিসি নিয়াজ আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান | ছবি: সংগৃহীত
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু নিয়ে যে পরিমাণ যুদ্ধ ও যন্ত্রণা পোহাতে হয়েছে, তা মূলত শিক্ষার্থীদের জন্যই। শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘জাতীয় নীতি প্রতিযোগিতা-২০২৫’ ফাইনাল অনুষ্ঠানে এসব কথা বলেন উপাচার্য।

তিনি বলেন, ‘দেশের প্রয়োজনে শিক্ষার্থীদের জাতীয় নীতি সম্পর্কে জানা এবং এ নিয়ে কাজ করা জরুরি। কিন্তু বিভাজনের দলান্ধ রাজনীতি অস্থিরতা তৈরি করেছে।’

নানা কারণে শিক্ষার্থী ও শিক্ষকরা রাজনৈতিক আলোচনার বাইরে থাকতে চাইলেও এতে দেশের জন্য বড় ক্ষতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

ভিসি নিয়াজ আহমেদ খান আরও বলেন, ‘জুলাই আন্দোলনে তরুণদের ভূমিকা প্রমাণ করেছে, দেশের সব ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব গ্রহণ করা উচিত।’ অনুষ্ঠানে শিক্ষার্থীরা জাতীয় নীতিবিষয়ক ৪০টি প্রজেক্ট উপস্থাপন করেন।

এনএইচ