শপথ নিলেন জাকসুর নবনির্বাচিত নেতারা

জাকসু নির্বাচনে বিজয়ীরা
জাকসু নির্বাচনে বিজয়ীরা | ছবি: সংগৃহীত
0

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.মোহাম্মদ কামরুল আহসান।

এ সময় নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলামসহ ২৪ জন প্রতিনিধি শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রো-ভিসি শিক্ষা, প্রো-ভিসি প্রশাসন, প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এটি ছিল বিশ্ববিদ্যালয়ের দশম জাকসু নির্বাচন। শপথ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি জুলাই বিপ্লবে নিহত ও আহত পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ইএ