চাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ, জিএস শাফায়াত

চাকসু নির্বাচন
চাকসু নির্বাচন | ছবি: এখন টিভি
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে সংবাদ সম্মেলন করে পূর্ণ প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। যেখানে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয় আর জিএস পদে মো. শাফায়াত হোসেন।

প্যানেল ঘোষণার পর নানা প্রতিশ্রুতি তুলে ধরে ছাত্রদল। এছাড়া আজই ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও স্বতন্ত্র একটি পর্ষদের প্যানেল ঘোষণার কথা রয়েছে।

আরও পড়ুন:

এর আগে, মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে চাকসু ভবনে ভিড় করছেন শিক্ষার্থীরা। হল ও কেন্দ্রীয় সংসদে নির্বাচনে অংশ নিতে মনোনয়নের সঙ্গে জমা দিতে হচ্ছে ডোপ টেস্টের রশিদ। গতকাল পর্যন্ত মনোনয়ন নিয়েছেন ১ হাজার ১৬২ জন। আর জমা দিয়েছেন ৩৭১ জন।

ইএ