ডাকসু নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ডাকসু আইনশৃঙ্খলা বাহিনী
ডাকসু আইনশৃঙ্খলা বাহিনী | ছবি: এখন টিভি
0

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই ব্যবস্থা নেয়া হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলোয়, যেমন - শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, পলাশী, এবং ফুলার রোডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত এই নিরাপত্তা বলয় বহিরাগতদের প্রবেশে কড়া নজরদারি করছে।

এদিকে ডাকসু নির্বাচন উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করা হয়েছে। ডাইভারশন দেয়া হয়েছে শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিংয়ে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীরা। প্রবেশমুখে অবস্থান ছাড়াও পুরো ক্যাম্পাসে টহল দিচ্ছে পুলিশ। ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ক্যাম্পাসে প্রবেশ করতে ইচ্ছুক এমন প্রত্যেকের পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছে। কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অথবা অনুমোদিত ব্যক্তিরাই পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করতে পারছেন। এমনকি শিক্ষক-কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরও তাদের আত্মীয়ের আইডি কার্ডের ফটোকপি দেখাতে হচ্ছে।

আরও পড়ুন:

আজ সকাল থেকেই শিক্ষার্থীরা পরিচয়পত্র হাতে নিয়ে গেটে লম্বা লাইনে দাঁড়িয়ে ক্যাম্পাসে প্রবেশ করছেন। অন্যদিকে, বহিরাগতদের ঢুকতে দেওয়া হচ্ছে না এবং তাদের সঙ্গে কথা বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবার কাজে নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো গাড়িকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এসব গাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে।

তবে, প্রবেশপথে কড়াকড়ি থাকলেও ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাফেরা দেখা গেছে। নির্বাচনী প্রচারণা শেষ হওয়ায় পোস্টার, ব্যানার ও প্রচারসামগ্রী এখনো চোখে পড়লেও মূল মনোযোগ এখন ভোটকেন্দ্রকেন্দ্রিক কার্যক্রমে।

ক্যাম্পাসের এ নিরাপত্তা ব্যবস্থা মূলত শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।


ইএ