ডাকসু বানচালে ‘পরিকল্পিত’ চেষ্টা হচ্ছে: ঢাবি ছাত্রদল

ছাত্রদলের বিক্ষোভ মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচি
ছাত্রদলের বিক্ষোভ মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচি | ছবি: এখন টিভি
2

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) বানচালের জন্য পরিকল্পিতভাবে মব করে ঢাবিকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ঢাবি ছাত্রদল।

আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) সকালে রাজু ভাস্কর্য থেকে বিভিন্ন ক্যাম্পাসসহ দেশব্যাপী নারী শিক্ষার্থীদের হুমকি ও সাইবার আক্রমণের অভিযোগে বিক্ষোভ মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচিতে এসব মন্তব্য করেন ছাত্রদল নেতারা।

তারা জানান, কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কথায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলবে না। ডাকসু ও জাতীয় নির্বাচন যারা বানচাল করতে চাইবে তাদের লাল কার্ড দেখানো হবে বলেও জানান ছাত্রদল নেতারা।

আরও পড়ুন:

বাম জোটের নেত্রীকে গণধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থীকে গ্রেপ্তার ও অ্যাকাডেমিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানায় ছাত্রদল। নারীর অবাধ বিচরণকে বাধা দেয়া রাষ্ট্রের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন তারা।

নারী নিপীড়নের বিরুদ্ধে মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে শেষ হয়।

এসএস