ফল ও উপস্থিতির পরিসংখ্যান (Results & Attendance Statistics)
এ বছর রুয়েট ও বুয়েট (BUET) কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ১৮ হাজার ২৭৭ জন আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৫৬৭ জন। সামগ্রিক উপস্থিতির হার ছিল ৮৫.১৭ শতাংশ।
- রুয়েট কেন্দ্র (RUET Center): উপস্থিত ছিলেন ৬ হাজার ৮৭৮ জন (৮১.১৪%)।
- বুয়েট কেন্দ্র (BUET Center): উপস্থিত ছিলেন ৮ হাজার ৬৮৯ জন (৮৮.৬৬%)।
আরও পড়ুন:
পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন (Exam Pattern & Marks Distribution)
ভর্তি পরীক্ষাটি মূলত দুটি গ্রুপে বিভক্ত ছিল:
১. ‘ক’ গ্রুপ (Engineering & Other Departments): এই গ্রুপে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং ইংরেজি বিষয়ে মোট ৪০০ নম্বরের এমসিকিউ (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২. ‘খ’ গ্রুপ (Architecture): স্থাপত্য বিভাগের জন্য অতিরিক্ত ২০০ নম্বরের লিখিত পরীক্ষা (Written Exam) বা অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
যেভাবে ফলাফল দেখবেন (How to Check Results)
পরীক্ষার্থীরা রুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের রোল নম্বর ইনপুট করে ফলাফল দেখতে পারবেন। এছাড়া পিডিএফ আকারে মেধা তালিকা ও অপেক্ষমাণ তালিকা (Waiting List) ডাউনলোড করার সুযোগ রয়েছে।
আরও পড়ুন:
ক বিভাগের ফল দেখুন এখানে।
খ বিভাগের ফল দেখুন এখানে।
আরও পড়ুন:





