চুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভর্তির তারিখ জানালো কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত
0

দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CUET) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল (Admission Test Result) প্রকাশিত হয়েছে। আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পাশাপাশি ভর্তির তারিখ ও পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মেধা তালিকার পরিসংখ্যান (Merit List Statistics)

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো (Engineering Departments) এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে মূল মেধা তালিকায় মোট ৯ হাজার ৪৯৮ জন স্থান পেয়েছেন। এছাড়া বিশেষ কোটায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী তালিকায় ২৮ জন এবং রাখাইন সম্প্রদায়ের ২ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, স্থাপত্য বিভাগে (Architecture Department) মূল মেধা তালিকায় ৩০৩ জন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী তালিকায় ১ জন স্থান পেয়েছেন।

আরও পড়ুন:

অনলাইন চয়েজ ফর্ম ও পছন্দক্রম (Online Choice Form & Department Preference)

মেধা তালিকায় স্থান পাওয়া সকল প্রার্থীকে আগামী ১ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে বিভাগের পছন্দক্রম (Department Preference) প্রদান করতে হবে। ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটের অ্যাডমিশন পোর্টালে (Admission Portal) লগ-ইন করে এই চয়েজ ফর্ম পূরণ করতে হবে। ইঞ্জিনিয়ারিং ও নগর পরিকল্পনা বিভাগের জন্য ১১টি পছন্দ প্রদান করতে হলেও স্থাপত্য বিভাগের প্রার্থীদের জন্য কোনো পছন্দক্রম পূরণের প্রয়োজন নেই।

সশরীরে ভর্তি ও নিরীক্ষা বোর্ডের সময়সূচী (Physical Verification & Admission Schedule)

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে ভর্তির জন্য নির্বাচিত মূল মেধা তালিকার প্রথম ১ হাজার ২৫০ জন (ইঞ্জিনিয়ারিং) এবং স্থাপত্য বিভাগের প্রথম ৭৫ জন শিক্ষার্থীকে আগামী ২৫ ফেব্রুয়ারি সশরীরে বিশ্ববিদ্যালয়ের নিরীক্ষা বোর্ডে (Audit Board) উপস্থিত থাকতে হবে। প্রথম পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শেষে শূন্য আসনের ভিত্তিতে পরবর্তী নির্বাচিতদের তালিকা আগামী ১ মার্চের মধ্যে প্রকাশিত হবে। আসন খালি থাকা সাপেক্ষে ওরিয়েন্টেশনের (Orientation Day) দিন পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে।

আরও পড়ুন:


এসআর