এসএসসির ফরম পূরণের সময় বাড়ালো ঢাকা বোর্ড: জেনে নিন ফি দেওয়ার নিয়ম ও শেষ সময়

অনলাইনে এসএসসি ফরম পূরণের নিয়ম ও এসএসসি অকৃতকার্য পরীক্ষার্থীদের আবেদন
অনলাইনে এসএসসি ফরম পূরণের নিয়ম ও এসএসসি অকৃতকার্য পরীক্ষার্থীদের আবেদন | ছবি: এখন টিভি
0

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) পরীক্ষার শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্ধারিত সময়ে যারা ফরম পূরণ করতে পারেনি, তাদের জন্য বিলম্ব ফিসহ ফরম পূরণের সময়সীমা (Extension of Form Fill-up Deadline) বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একনজরে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ২০২৬ (SSC Exam 2026 At a Glance)

  • ব্যবহারিক পরীক্ষা: ৭ জুন হতে ১৪ জুন ২০২৬ পর্যন্ত।
  • ফরম পূরণের বর্ধিত সময় (বিলম্ব ফিসহ): ২৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
  • ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৫ জানুয়ারি ২০২৬ (সোনালী সেবার মাধ্যমে)।
  • পরীক্ষা বোর্ড: ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (সব বোর্ডের জন্য প্রযোজ্য)।
  • পরীক্ষা শুরুর তারিখ: ২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার)।
  • প্রথম পরীক্ষা: বাংলা ১ম পত্র।
  • লিখিত পরীক্ষা শেষ: ২০ মে ২০২৬।
  • পরীক্ষার সময়: প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে।

আরও পড়ুন:

এসএসসির ফরম পূরণের নতুন সময়সূচী (SSC New Schedule for Form Fill-up)

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারেনি, তারা বিলম্ব ফিসহ (With Late Fee) আগামী ২৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। এছাড়া ‘সোনালী সেবা’ (Sonali Seba)-র মাধ্যমে ফি পরিশোধের শেষ সময় পুনর্নির্ধারণ করা হয়েছে ২৫ জানুয়ারি পর্যন্ত। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের (Dhaka Education Board) পরীক্ষা নিয়ন্ত্রকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে:

বিলম্ব ফিসহ ফরম পূরণ: আগামী ২৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।

ফি জমা দেওয়ার শেষ সময়: ‘সোনালী সেবা’ (Sonali Seba)-র মাধ্যমে ফরম পূরণের ফি পরিশোধ করা যাবে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

বোর্ড সূত্রে জানা গেছে, মাঝে দীর্ঘ ছুটি থাকার কারণে এবার ব্যবহারিক পরীক্ষা কিছুটা দেরিতে শুরু হচ্ছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষা ১১ দিন পিছিয়ে শুরু হচ্ছে।

আরও পড়ুন:

প্রতিষ্ঠান প্রধানদের প্রতি নির্দেশনা (Instructions for Institutions)

বিজ্ঞপ্তিটি ঢাকা বোর্ডের আওতাধীন সকল এসএসসি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই তাদের শিক্ষার্থীদের অনলাইন ফরম পূরণ (Online Form Fill-up) এবং ফি প্রদানের কাজ সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের পর আর কোনো সুযোগ দেওয়া হবে না।

প্রস্তুতি ও নির্দেশনা (Preparation and Guidelines)

শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি (Exam Preparation) সম্পন্ন করা হচ্ছে। পরীক্ষার্থীদের নিয়মিত বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) ফলো করতে এবং নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।

পরীক্ষা শুরুর আপডেট (SSC Exam Commencement Update)

উল্লেখ্য যে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। ফরম পূরণের এই বর্ধিত সময়সীমা শিক্ষার্থীদের নিরবচ্ছিন্নভাবে পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতিতে সহায়ক হবে বলে মনে করছে বোর্ড কর্তৃপক্ষ।

আরও পড়ুন:


এসআর