আর্থিক সুবিধা, পদোন্নতিসহ চার দফা দাবিতে সোমবার থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন শুরু করেন। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।
আজ (বুধবার, ৩ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয় এতে। একই সঙ্গে তাদের ন্যায্য দাবি সমাধানের পথে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ চেয়েছে সমিতি।





