এতে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং জেলা ও উপজেলা পর্যায়ের অফিসগুলোর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ত্যাগের আগে সব বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখতে বলা হয়েছে। নোটিসে উল্লেখ করা হয়েছে, প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীকে রুম ছাড়ার আগে ফ্যান, লাইট, কম্পিউটার এবং এসির প্লাগ বন্ধ করতে হবে।
আরও পড়ুন:
নোটিসে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনা এড়াতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকে অফিস ত্যাগ করার সময় নিজ নিজ রুমের বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান, কম্পিউটার বন্ধ করা ও এসির প্লাগ খুলে রাখার বিষয়টি নিশ্চিত করে সতর্কতামূলক ভূমিকা পালন করার জন্য অনুরোধ করেছে।





