অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন, গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সূচনা করা হয়। পরে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে নবীনবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল মতিন, বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্ট্যামফোর্ডে সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ‘অরুণোদয়’। ফটো: সংগৃহীত
এবারের নবীনবরণ অনুষ্ঠানের মূল বিষয় ছিল ‘বই’। উদ্বোধনী পর্ব শেষে ৮০ ও ৮১ ব্যাচের শিক্ষার্থীরা ফুল দিয়ে নবাগত ৮২, ৮৩ ও ৮৪ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেয়। প্রথম পর্বে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন। মনোজ্ঞ এসব পরিবেশনের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটে।
দ্বিতীয় পর্বে শুরু হয় ব্যান্ড শো। জ্যেষ্ঠ শিক্ষার্থীরা নবাগতদের পেছনে সারিবদ্ধভাবে কণ্ঠ মেলান গানের তালে। পুরো অনুষ্ঠান জুড়ে নবাগত ও জ্যেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয়।