দ্রুত ডাকসু নির্বাচনের পক্ষে অধিকাংশ ছাত্র সংগঠন

রাজনীতি
শিক্ষা
0

দ্রুত ডাকসু নির্বাচন চায় বেশির ভাগ ছাত্র সংগঠন। ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের রূপরেখার দাবি ছাত্র শিবিরের। তবে ছাত্রদল সংস্কারের দাবি জানিয়েছে ডাকসু নির্বাচনের আগে।

ছাত্র সংসদগুলোতে নিয়মিত নির্বাচন এবং তা কার্যকর করা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। কিন্তু ৬ মাস পার হলেও এখনো কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি।

এ অবস্থায় রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডিবেটিং সোসাইটি এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে ডাকসু সংস্কার ও নির্বাচন নিয়ে আয়োজিত হয় সংলাপ।

এতে অংশ নেয় বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। জাতীয়তাবাদী ছাত্রদল বাদে প্রায় সব দলের নেতৃবৃন্দই দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেন।

ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ ১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রশাসনকে ডাকসু নির্বাচনের রূপরেখা দেয়ার দাবি জানান।

ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, ‘মেজর কিছু সংশোধনী দিয়ে ডাকসু নির্বাচন হওয়াকে গুরুত্ব দেয়া উচিত। আমার কাছে মনে হয় আমি যতদূর জেনেছি ১০ তারিখের মধ্যে সবগুলো কমিটির মিটিং শেষ হবে। সে হিসেবে ১৫ তারিখের মধ্যে রোডম্যাপ ঘোষণা করা দরকার। আর কোনো ফর্মালিটি দেখিয়ে সময় বাড়ানো উচিত না।’

তবে এখনই ডাকসু নির্বাচন চায় না ছাত্রদল। নির্বাচনের আগে ডাকসুর বর্তমান গঠনতন্ত্রে কার্যকর সংস্কার এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের তাগিদ দিয়েছে সংগঠনটি।

ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘প্রকৃতভাবে যদি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয় তাহলে গঠনতন্ত্রে কার্যকর সংস্কার প্রয়োজন।’

সংলাপে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বলেন, ডাকসু নির্বাচন এতটাই গুরুত্বপূর্ণ যে এর প্রভাব পড়ে জাতীয় নির্বাচনে।

ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, ডাকসুটা খুবই টাচি জিনিস। ডাকসুর ভোটে যে দল জিতবে দেশের মানুষ মনে করে ওরাই ক্ষমতায় যাবে। এখন ক্ষমতায় যাওয়ার কথা আমার, জিতেছেন আপনি। আমি আপনাকে জিততে দিব কেন? আমি তো জেতার ব্যাপারে আগেই ব্লক করত চাইবো। আর আপনি মনে করছেন আমিতো এখানে জিতবোই, তাহলে আমি এখানে পার্টি বানাবো। এরপর জাতীয় নির্বাচনে অংশ নেব।’

সংলাপে সব রাজনৈতিক সংগঠনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের বিষয়েও আলোচনা করেন বক্তারা।

এএইচ