অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও স্কুলের সাবেক শিক্ষকগণ উপস্থিত ছিলেন। রিইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপল্লী হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ আকৃতি দানে এ স্কুলটি যে অপরিসীম ভূমিকা রেখেছে তাদের অনুপ্রেরণামূলক বক্তব্যে এ বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রিইউনিয়ন উপলক্ষে ‘স্মৃতির আরশিতে’ শীর্ষক একটি বিশেষ ম্যাগাজিন উন্মোচন করা হয়, যা প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থনমূলক লেখা, সাফল্য গাঁথা, বর্তমান এবং প্রাক্তন শিক্ষকদের বিভিন্ন স্মৃতিচারণামূলক লেখায় পরিপূর্ণ।
সেনাপল্লী হাই স্কুল পুনর্মিলনী ২০২৫ কমিটির কনভ্যেনার মশিউর রহমান মামুন এফসিএ বলেন, ‘এ পুনর্মিলনী শুধু পুরোনো বন্ধুত্বকে পুনরুজ্জীবিত করেনি বরং এটি সেনাপল্লী স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে। এ পুনর্মিলনীতে সবাই বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছে, যা নিঃসন্দেহে মাইলফলক হয়ে থাকবে বলে আমি মনে করি।’
উল্লেখ্য, স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সেনাপল্লী হাই স্কুল (এসএএসএস) এ গ্র্যান্ড রিইউনিয়নটি আয়োজন করেছে।—বিজ্ঞপ্তি