গত সোমবার থেকে শুরু হওয়া চারদিনের এ বিনিয়োগ সম্মেলনে হাজির বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধি, বিনিয়োগকারীসহ নানা ব্যক্তিবর্গ। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স কিভাবে আগামী দিনে উৎপাদন বাড়াতে সক্ষম হবে তা নিয়ে আলোচনা করেছেন বক্তারা। কিভাবে নতুন কর্মসংস্থান তৈরি হবে সেসব নানা দিক ওঠে এসেছে আলোচনায়।
আরও পড়ুন:
এছাড়াও অর্থনীতিক উন্নয়ন ও নিরাপত্তায় একুশ শতকের নানা চ্যালেঞ্জ নিয়ে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে কিভাবে দেশগুলোর মাঝে যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন ঘটানো যায় সেসব বিশ্লেষণ করছেন বৈশ্বিক বিনিয়োগকারীরা।





