প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী, বিশ্বের শীর্ষ ধনী মাস্ক, ২০১৮ সাল থেকে ক্ষতিপূরণ প্রস্তাবটির ওপর কাজ করছিলেন। কিন্তু প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ নিয়ম ভেঙে এতে অনুমোদন দিয়েছে বলে পাঁচ মাস আগে প্রস্তাবটি বাতিল করে ডেলাওয়্যারের একটি আদালত।
বৃহস্পতিবার (১৩ জুন) টেক্সাসের অস্টিনে টেসলার বার্ষিক সম্মেলনে ভোটে পাশ হওয়া সংশোধিত প্রস্তাব আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক নয় বলে জানানো হয়েছে। এ খবরে পুঁজিবাজারে টেসলার শেয়ারদর বেড়েছে প্রায় তিন শতাংশ।