পুঁজিবাজার
অর্থনীতি
0

এনবিআর পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের ওপর কর আরোপ করবে না: বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের ওপর কর আরোপ করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। 

বিএসইসি চেয়ারম্যান বলেন, 'আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্তৃপক্ষ প্রতিবছরই বাংলাদেশকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ক্যাপিটাল গেইনের ওপরে ট্যাক্স আরোপ করা সম্ভব না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)  এ বিষয়ে নিশ্চিত করেছে যে তারা ক্যাপিটাল গেইনের ওপর ট্যাক্স আরোপ করবে না।'

পুঁজিবাজার দেখভালের দায়িত্ব স্টক এক্সচেঞ্জের। এ সময় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) এবং সেকেন্ডারি মার্কেটের ইনডেক্স দেখা আমার কাজ না বলেও জানান চেয়ারম্যান।

তিনি বলেন, 'অন্যান্য দেশে বন্ড ইস্যুর প্রচলন রয়েছে। সরকারের উন্নয়নমূলক কাজগুলো বন্ড ইস্যুর মাধ্যমে করলে জনগনের ওপর ট্যাক্সের চাপ কমে আসবে কিন্তু আমরা সেদিকে এখনো যেতে পারিনি।'

একপর্যায়ে আগামী ৪ বছরে শেয়ারবাজারের দিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া অন্যতম মূল লক্ষ্য হবে বলে মন্তব্য করেন তিনি।

বন্ডের বিষয়ে তিনি বলেন, 'আমেরকিায় সবকিছু করা হয় বন্ডের অর্থায়নে। সেখানে ট্রিলিয়ন ডলার বন্ড ইস্যু হয় যা আমাদের দেশ  এই বিষয়ে তেমন জানে না বললেই চলে।' বন্ডের মাধ্যমে জাতীয় উন্নয়ন করা সম্ভব বলে জানান তিনি।

তিনি বলেন, ‘দুইবারে ৮ বছরের বেশি নিয়োগ পাওয়ার সুযোগ নেই, এরই মধ্যে দু’বার নিয়োগ হয়েছে আমার বিএসইসিতে। তৃতীয়বার নিয়োগ হওয়ার সুযোগ নেই। গত ৪ বছরে পুঁজিবাজারের অনেক কিছুই চিনতে ও বুঝতে শিখেছি। সে আলোকে আগামীতে পুঁজিবাজারকে এগিয়ে নেবো।'

এ সময় সিএমএজেএফ সভাপতি গোলাম সামদানি ভূইয়া, সাধারণ সম্পাদক আবু আলী, সাবেক সভাপতি জিয়াউর রহমানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ইএ