গত সপ্তাহে ৩৫টি বাদে বাকি সব শেয়ার থেকে ফ্লোর প্রাইস তুলে নেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় আরও ২৩টি কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেয় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি। যা মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকেই কার্যকর হবে।
এদিন সূচকের সঙ্গে লেনদেন ছয় মাস পর হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০৭টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।
শেয়ার দরের সর্বনিম্ন সীমা তুলে দেয়ার পর প্রথম উত্থানের দিনই আরও কোম্পানির শেয়ারের ফ্লোর প্রাইস তুলে নেয়ার সিদ্ধান্ত এলো। তবে এখনও সূচকে বড় প্রভাব ফেলে এরকম ১২টি কোম্পানিতে সর্বনিম্ন সীমা অব্যাহত রয়েছে।