ইমাম বাটনের শেয়ারে কারসাজি তদন্তের নির্দেশ

0

৩৪ দিনে ইমাম বাটনের শেয়ার ৯০ টাকা বৃদ্ধিতে কারসাজি তদন্তে ডিএসইকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) কমিশনের ৮৮৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইমাম বাটন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের একটি তালিকাভুক্ত কোম্পানি। কোম্পানিটির শেয়ারের দর ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ১০৪.৪০ টাকা ছিল যা বৃদ্ধি পেয়ে ২৬ অক্টোবর ২০২৩ তারিখে ১৯৪.১০ টাকা হয়েছে। শেয়ার মূল্যের অস্বাভাবিক গতিবিধির জন্য এই কোম্পানিটির সাম্প্রতিক সময়ের লেনদেনের উপর তদন্তের নির্দেশনা দিয়েছে বিএসইসি। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগ থেকে চিঠি দিয়ে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।