অপারেশনাল চাপ-সীমিত বহর-আর্থিক লাভের অভাবেই বন্ধ ম্যানচেস্টার রুট: বিমান বাংলাদেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট | ছবি: সংগৃহীত
0

ঢাকা-সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্তের কারণ হিসেবে অপারেশনাল চাপ, সীমিত বহর এবং দীর্ঘপথের রুটসহ আর্থিক লাভের অভাবের কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা নিয়ে বিভিন্ন বক্তব্য ও আলোচনার প্রেক্ষিতে, ঢাকা-সিলেট–ম্যানচেস্টার রুট সংক্রান্ত বিমানের অবস্থান ও বাস্তব পরিস্থিতি বিস্তারিত তুলে ধরেছে।

বিজ্ঞপ্তিতে বিমান জানায়, ঢাকা-সিলেট–ম্যানচেস্টার রুটটি অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ায় এবং সীমিত বহরের সঙ্গে অপারেশনাল চ্যালেঞ্জের কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউরোপ, হজ ও মধ্যপ্রাচ্যের রুটে ব্যবহৃত সীমিতসংখ্যক ওয়াইড-বডি বিমান (বি৭৮৭ ও বি ৭৭) ম্যানচেস্টারের মতো দীর্ঘপথের রুটে একাধিক দিন ব্যস্ত থাকায় বহর ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়। হজ মৌসুমে অতিরিক্ত যাত্রী পরিবহনের প্রয়োজন এবং নিয়মিত সি-চেক, ইঞ্জিন, ওভারঅল ও কাঠামোগত রক্ষণাবেক্ষণের কারণে এক বা একাধিক উড়োজাহাজ সপ্তাহ থেকে কয়েক মাসের জন্য অপারেশন থেকে বাইরে থাকে।

আরও পড়ুন:

বিমান কর্তৃপক্ষের মতে, সারা বিশ্বে ক্রু সংকট বিদ্যমান থাকায় দীর্ঘপথের ফ্লাইট পরিচালনার পরিবর্তে স্বল্প পথের রুটে ফ্লাইট পরিচালনা করলে ক্রু ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে সম্ভব। এছাড়া মধ্যপ্রাচ্যের রুটে প্রবাসী শ্রমিক ও ওমরা যাত্রীদের চাহিদা বেশি হওয়ায় সীমিত বহর সেসব রুটে ব্যবহার করা প্রয়োজন।

বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রী সেবার ধারাবাহিকতা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখতে ঢাকা-সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে যাত্রীদের সুবিধার জন্য লন্ডন রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, যার মধ্যে ৪টি সিলেট হয়ে লন্ডন এবং ১টি সরাসরি ঢাকা থেকে লন্ডন।

বিজ্ঞপ্তি দেয়া তথ্যানুযায়ী, ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের সময়সীমা পূর্ব ঘোষণা অনুযায়ী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ করা হয়েছে। যাত্রীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড বা ফ্লাইট পরিবর্তনের সুযোগ পাবেন। এছাড়া, লন্ডন হয়ে যাত্রা বা সুবিধাজনক অন্য তারিখে ফ্লাইট পরিবর্তনেও কোনো অতিরিক্ত ফি প্রযোজ্য হবে না বলে জানায় বিমান কর্তৃপক্ষ।

এছাড়া ম্যানচেস্টার রুটে যাত্রী ও সংশ্লিষ্টদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, নতুন উড়োজাহাজ ক্রয় ও ক্রু নিয়োগ সম্পন্ন হলে আগামীতে এই রুটে ফ্লাইট পরিচালনা পুনর্বিবেচনা করা হবে।

এএম