অপারেশনাল চাপ-সীমিত বহর-আর্থিক লাভের অভাবেই বন্ধ ম্যানচেস্টার রুট: বিমান বাংলাদেশ
ঢাকা-সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্তের কারণ হিসেবে অপারেশনাল চাপ, সীমিত বহর এবং দীর্ঘপথের রুটসহ আর্থিক লাভের অভাবের কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।