ঢাকা-করাচি ফ্লাইট চালাবে 'ফ্লাই জিন্নাহ'

পরিষেবা
অর্থনীতি
0

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইটের জন্য পাকিস্তানের বেসরকারি এয়ারলাইন্স 'ফ্লাই জিন্নাহ' কে অনুমোদন দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) রাতে এ কথা জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া।

বেবিচক চেয়ারম্যান বলেন, 'তারা আমাদের কাছে আবেদন করেছিল, আমরা সপ্তাহ দুয়েক আগে অ্যাপ্রুভ করেছি। এখন বরাদ্দ চাইলেই তাদের স্লট দেয়া হবে। আমরা এই রুট শুরু করতে প্রস্তুত।'

তিনি বলেন, 'এখন তারা স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেবে। তারপর আমাদের কাছে স্লট ও ফ্রিকোয়েন্সি চাইলে সেটা দেব। আমাদের দিক থেকে আপাতত কাজ শেষ।'

এসএস