বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু

0

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট আজ রাত ৮টা ৩২ মিনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

আজ (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় মুঠোফোনে এখন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক। 

তিনি বলেন, '৭দিন বন্ধ থাকার পর আজ রাত থেকে ১ নম্বর ইউনিট বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। বর্তমানে এ ইউনিট থেকে উৎপাদিত ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।'

এটি চালু রাখতে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে বলে জানান তিনি।


ইএ